বিয়ানীবাজার পৌর শহরের উপজেলা পয়েন্ট এলাকার একটি বেকারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ দুর্ঘটনায় বেকারির প্রায় সব মালামাল পুড়ে গেছে।
আগুন লাগার খবর পেয়ে স্থানীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বেকারিতে আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে জানিয়ে দোকান মালিক সাইদুজ্জামান টিপু বলেন, প্রায় দেড় লাখ টাকার মালামাল এবং দোকান কোটায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ফজরের নামাজের সময় আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে সেটা বলতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৮/ফারজানা