সিলেটের শাহ পরাণ থানা এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯। তার নাম মামুন হোসেন (২৮)। মামুন উপশহর এলাকার ৩নং রোডের এইচ ব্লকের আব্দুল মান্নানের ছেলে।
শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি দল এএসপি সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে।
মামুন গোয়াইনঘাট থানার পলাতক আসামী। ছিনতাই মামলায় ইতিপূর্বে মামুন ১১ মাস সাজা ভোগ করেছে। এছাড়াও তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মারামারির মামলা রয়েছে।
মামুনকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মিয়া।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৮/ফারজানা