সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি’র জঙ্গি সাব্বির হোসেন দুলালের মৃত্যু হয়েছে। দুলাল ব্রাম্মণবাড়িয়ার মোহাম্মপুর গ্রামের মৃত আব্দুল হক শাহের ছেলে। আজ মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মুত্যৃ হয় বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল।
জেল সুপার আবদুল জলিল জানান, মঙ্গলবার বেলা পৌণে ১টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে দুলালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।
৫০ বছর বয়সী জেএমবি সদস্য দুলাল ২০০৬ সাল থেকে সিলেট ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। সর্বশেষ গত বছরের ১৫ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সিলেট কারাগারে আসে দুলাল। তার বিরুদ্ধে বিষ্ফোরক আইনে সিলেটে দু’টি ও ঢাকায় একটি মামলা বিচারাধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার