বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আসন্ন সিলেট সফর উপলক্ষে লন্ডন থেকে সিলেটে ফিরেছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক। এরপরই খালেদা জিয়ার সফর উপলক্ষে প্রচারণায় নেমেছেন তিনি।
সিলেট নগরীতে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে রবিবার বেলা দেড়টা থেকে সাড়ে ৩টাব্যাপী নগরীর বন্দরবাজার, কোর্টপয়েন্ট, জিন্দাবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রচারপত্র বিলি করেন মেয়র আরিফ।
এ সময় তাঁর সাথে দলের নেতাকর্মীদের মধ্যে ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল নেতা মাশরুর রাসেল প্রমুখ।
এর আগে, খালেদা জিয়ার সিলেট আগমনকে কেন্দ্র করে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী লন্ডন থেকে ছুটে আসেন। রবিবার সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।
বিডি-প্রতিদিন/০৪ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব