আনুষ্ঠানিকভাবে এটা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার কোনো সফর নয়। তিনি মূলত দুই ওলীর মাজার জিয়ারত করতেই আসছেন। তবে অনানুষ্ঠানিক তথ্য হচ্ছে, সিলেটে এসে দলীয় নেতাকর্মীদের বিশেষ বার্তা দিয়ে যাবেন তিনি। সিলেট বিভাগের বিএনপি নেতাকর্মীরাও আছেন সে প্রত্যাশায়।
আজ সোমবার সিলেট আসছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ইতিমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার গুলশান থেকে গাড়িবহর নিয়ে সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তিনি। বিকাল ৪টার দিকে সিলেট এসে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
খালেদা জিয়াকে সিলেট জেলায় প্রবেশপথ শেরপুর থেকে স্বাগত জানাবেন বিএনপি নেতাকর্মীরা। শেরপুর থেকে সিলেট শহর পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে দাঁড়িয়ে বিএনপিনেত্রীকে স্বাগত জানাবেন দলটির নেতাকর্মীরা। সে প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
খালেদা জিয়া সিলেট পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। রাতে সিলেট সার্কিট হাউজে অবস্থান করার পর তিনি আগামীকাল সকালে ফের সড়কপথে ঢাকায় ফিরবেন।
বিএনপি সূত্র জানিয়েছে, সিলেট সফরে খালেদা জিয়া কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক প্রচারণা কিংবা জনসভা, পথসভায় অংশগ্রহণ করবেন না। তবে সার্কিট হাউজে অবস্থানকালে সিলেট বিভাগের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।
সূত্র জানায়, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় যদি বিএনপির ‘বিপক্ষে’ যায়, তবে দলের কর্মসূচি কি হবে, সে ব্যাপারে সিলেট বিএনপিকে নির্দেশনা দেবেন খালেদা জিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, খালেদা জিয়া শান্তিপূর্ণভাবে রাজপথে থাকার নির্দেশ দেবেন।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, আগামী সিলেট সিটি নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের বিষয়েও খালেদা জিয়ার বিশেষ বার্তা আসতে পারে বলেও মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হবেন, সে সম্পর্কে সুস্পষ্ট ঘোষণাও দিতে পারেন খালেদা। এছাড়া নির্বাচনে জয়লাভের জন্য কিভাবে কাজ করতে হবে, এ বিষয়েও তাঁর নির্দেশনা থাকবে। ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে বিএনপির যে দাবি, সে দাবি আদায়ে সিলেটে রাজপথে আরো জোরালো হওয়ার এবং দলকে ঐক্যবদ্ধ রেখে আগামী নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হওয়ার বিষয়টিও খালেদা জিয়ার নির্দেশনায় থাকতে পারে।
অবশ্য, বিএনপির নেতারা খালেদা জিয়ার সিলেট সফরে নেতাকর্মীদের সাথে বৈঠকে বসার বিষয়ে সুস্পষ্ট কিছু বলতে চাইছেন না।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এই প্রতিবেদককে বলেন, ‘নেত্রী কখন সিলেটে এসে পৌঁছাবেন, এর উপর বৈঠকে বসা না বসা নির্ভর করছে। তবে আমরা আশা করছি, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে আমাদের সাথে তাঁর কথা হবে। সেখানে সামগ্রিক রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনা হবে।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, ‘দুই ওলীর মাজার জিয়ারত করতেই সিলেট আসছেন আমাদের নেত্রী। তবে সার্কিট হাউজে রাতে অবস্থানকালে সিলেট বিভাগের শীর্ষ নেতাদের নিয়ে বসবেন তিনি।’
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব