বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট সার্কিট হাউজ থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার রাত পৌনে ১০টার দিকে খালেদা জিয়ার গাড়ির বহর সিলেট সার্কিট হাউজ ত্যাগ করে।
এর আগে সার্কিট হাউজে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন খালেদা জিয়া। এসময় সার্কিট হাউজের বাইরে অবস্থানরত নেতাকর্মীরা দলীয় প্রধানের বক্তব্য শোনার চেষ্টা করেন।
খালেদা জিয়া সিলেট মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন এমনটিই সফরসূছি ছিল। খালেদা জিয়াসহ তার সফর সঙ্গীদের জন্য সব ব্যবস্থা করে রেখেছিল সিলেট বিএনপির নেতাকর্মীরা। তবে মাজার জিয়ারত এবং সিলেট বিএনপিকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার পর গাড়ি বহর নিয়ে সিলেট ত্যাগ করলেন তিনি।
উল্লেখ্য, প্রায় দুই শতাধিক গাড়িবহর নিয়ে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়া সিলেটে পৌঁছেন। সিলেট পৌঁছে সার্কিট হাউসে বরাদ্দকৃত ভিভিআইপি রুমে বিশ্রাম নেন তিনি। পরে তিনি শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজার জিয়ারত করেন। এরপর তিনি সার্কিট হাউজে সিলেট বিএনপি নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ এবং দিকনির্দেশনা দেন।
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত