শাবিতে জনপ্রিয় লেখক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের বাবা-মাকে আটক করা হয়েছে।
সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে রবিবার রাত ১১ টার দিকে তাদের আটক করা হয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো বিষয়টি স্বীকার করছেন না পুলিশ কর্মকর্তারা।
এর আগে গত শনিবার বিকেলে জাফর ইকবালকে ছুরিকাঘাত করার পর পুলিশ ও শিক্ষার্থীরা ফয়জুর রহমান ওরফে ফয়জুলকে আটক করে। ওই সময় তাকে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। এতে সে গুরুতর আহত হয়। একপর্যায়ে শাবি ক্যাম্পাস থেকে কড়া নিরাপত্তায় ফয়জুলকে নিয়ে গিয়ে জালালাবাদ সেনানিবাসে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আজ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশী হেফাজতে সে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
বিডিপ্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৮/ ই জাহান