শাবিতে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসানকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (তৃতীয়) হরিদাস কুমারের আদালতে ফয়জুলকে হাজির করে পুলিশ। ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত আবেদন মঞ্জুর করেন। জাফর ইকবালকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ফয়জুলকে।
এর আগে আজ সকাল থেকেই আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছিল। দুপুর ১ টা ১৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি মহানগর ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর হরিদাস ঠাকুরের আদালতে হাজির করা হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এফ এম রুহুল আনাম মিন্টু বলেন, আজ থেকেই তার রিমান্ড শুরু হবে। তবে তাকে সিলেটে না ঢাকায় নেওয়া হবে এ বিষয়ে তদন্তের স্বার্থে কিছু বলতে চান নি তিনি।
উল্লেখ্য, গত শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুল। আহতবস্থায় জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বুধবার সকালে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে বিশিষ্ট এ লেখককে কেবিনে স্থানান্তর করা হয়।
বিডিপ্রতিদিন/ ০৮ মার্চ, ২০১৮/ ই জাহান