সিলেটের দক্ষিণ সুরমায় দুই গ্রামবাসীর সংঘর্ষে স্থানীয় বরইকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাসুক মিয়া এবং বাবুল মিয়া নিহত হওয়ার ঘটনায় ৯০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তন্মধ্যে ১০৯ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত আসামি করা হয়েছে ৭শ-৮শ জনকে। আজ বৃহস্পতিবার দক্ষিণ সুরমা থানায় মামলাটি দায়ের করেছেন বাবুল মিয়ার বড় ভাই সেবুল মিয়া।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল।
প্রসঙ্গত, গত মঙ্গলবার মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুটি গ্রামের লোকজন। টানা আড়াই ঘন্টার সংঘর্ষে নিহত হন দুইজন, আহত হন অর্ধশত লোক। ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ আখলু মিয়া ও ইউপি আওয়ামী লীগের সভাপতি গৌছ মিয়ার পক্ষের লোকদের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত হওয়া দু'জন গৌছ মিয়ার পক্ষের লোক।
বিডি প্রতিদিন/এ মজুমদার