বিশ্বনাথ থানা পুলিশ সিলেট নগরীতে অভিযান চালিয়ে মামুন হোসাইন নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামুন উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের আকমল হোসাইনের ছেলে। সে সিলেট সরকারী কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও মহানগর ছাত্র শিবিরের বর্তমান সাহিত্য সম্পাদক।
পুলিশ জানায়, একাধিক মামলায় আসামি মামুন’র বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানা, সিলেট এয়ারপোর্ট থানা ও দক্ষিণ সুরমা থানায় পৃথকটি তিনটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৮/হিমেল