মৌলভীবাজারের রাজনগরে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম পাখি মিয়া, বয়স ২৫ বছর। রবিবার রাতে উপজেলার খেয়াঘাট বাজার থেকে রাজনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছে পুলিশ।
এ ব্যাপারে রাজনগর থানার সহকারী উপ পরিদর্শক (এসআই) ইমাম হোসাইন জানান, পাখি মিয়ার বিরুদ্ধে একটি জিআর মামলায় এক মাসের সাজা দেন আদালত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
দুপুরে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
পাখি মিয়া উপজেলার টেংরা ইউনিয়নের আশ্রমশ্রী গ্রামের আকবর মিয়ার ছেলে।
বিডি প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/ওয়াসিফ