কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে সমাবেশ করেছে সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। সিলেট সিটি করপোরেশন অফিসার এসোসিয়েশন ও কর্মচারী সংসদের ব্যানারে আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে নগরভবনের সামনে একঘণ্টা প্রতিবাদ সমাবেশ করেন তারা।
সমাবেশ থেকে বক্তারা সরকারি কোষাগার থেকে বেতন প্রদান, পেনশন চালু ও মাস্টাররুল কর্মকর্তা-কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন অফিসার এসোসিয়েশনের আহ্বায়ক রুহুল আলম, যুগ্ম আহ্বায়ক চন্দন দাস, কর্মচারী সংসদের সভাপতি আবদুল বাসিত, সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক কবীর উদ্দিন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ প্রমুখ।
বিডি প্রতিদিন/১৩ মার্চ, ২০১৮/ফারজানা