সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। শনিবার বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনকালে ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সহ-সভাপতি আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন- সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
এদিকে, বঙ্গবন্ধুর জন্মদিনে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রিকাবিবাজারে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৮/এনায়েত করিম