সিলেট নগরীর কাস্টঘর এলাকা থেকে দুটি ট্রাকযোগে আনা ভারতীয় সুপারির চালান জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এই চালান জব্দ করা হয়। এসময় একটি ট্রাকের চালককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে দুটি ট্রাকে ৫০ বস্তা সুপারি আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এসব সুপারি জব্দ করে।
নগরীর কোতোয়ালী থানার ওসি মোশাররফ হোসেন জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ট্রাকের চালক পালিয়ে যায়। অপর ট্রাকের চালক রাজু আহমদকে আটক করা হয়েছে। জব্দকৃত সুপারির বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব