প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, পৃথিবীতে কোন আইনকেই স্বয়ংসম্পূর্ণ বলা যাবে না। সকল আইনেই কিছু ত্রুটি-বিচ্যুতি থাকে। শিশু আইন-২০১৩ তেও কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। বিচারক ও বিশেষজ্ঞদের গবেষণায় ত্রুটি-বিচ্যুতিগুলো চিহ্নিত হয়েছে। এগুলো দূর করে শিশু আইন-২০১৩ সংশোধন করা হলে শিশু আদালতের মামলাগুলোর গুণগতমান বৃদ্ধি করে নিষ্পত্তি সম্ভব হবে।
বুধবার বিকালে সিলেট জেলা ও দায়রা জজ আদালত ভবনে শিশু আদালতের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। ঢাকার বাইরে এই প্রথম সিলেটে শুরু হলো শিশু আদালতের কার্যক্রম।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি মাহমুদ হোসেন আরো বলেন, শিশুরাই দেশ ও জাতির কর্ণধার। তাদেরকে আদর্শবান ও শিক্ষিত করে গড়ে তোলা আমাদের দায়িত্ব। কোন শিশুই অপরাধী হয়ে জন্মায় না। কিছু স্বার্থান্বেষী মানুষের কারণে এরা অপরাধ জগতে বিচরণ করে। শিশু যাতে বিপথগামী না হয়, সেদিকে লক্ষ্য রাখা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা বিভাগের প্রধান জন লেইবি। এ সময় সিলেট জেলা ও দায়রা জজ ড. গোলাম মর্তুজা, জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পাবলিক প্রসিকিউটর মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান