সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের হরগরিপুরে যুক্তরাষ্ট্র প্রবাসী আবু বকরের বাড়িতে নারী তত্ত্বাবধায়ক (কেয়ার টেকার) খুন হয়েছেন। গতকাল রবিবার রাতে এ খুনের ঘটনা ঘটে। খুন হওয়া আছিয়া খাতুন (৩৫) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার আব্দুল কাদিরের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রায় তিন বছর ধরে আবু বকরের বাড়িতে তত্ত্বাবধায়ক হিসেবে বসবাস করছিলেন আছিয়া খাতুন। গত রবিবার কয়েকজন যুবক বাড়িতে ঢুকে ঘরের মালামাল তছনছ করে। তারা আছিয়া খাতুনকে মুখ বেঁধে মারধরের পর শ্বাসরোধে খুন করে পালিয়ে যায়।
মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত ১১টার দিকে মুখ বাঁধা অবস্থায় আছিয়া খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার