সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা'র বহুল আলোচিত 'এ ব্রোকেন ড্রিম' বইয়ে মণিপুরী সম্প্রদায়কে রাজাকার ও পাকিস্তানপন্থী হিসেবে উল্লেখ করার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘বাংলাদেশের মণিপুরী জনগোষ্ঠী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে মণিপুরী নেতৃবৃন্দ বলেন, বিচারপতি এস কে সিনহা তার সদ্য প্রকাশিত বইয়ে মিথ্যা ও কাল্পনিক তথ্য দিয়ে মণিপুরী সম্প্রদায়কে হেয় করেছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মণিপুরী সম্প্রদায়ের অনেকে যুদ্ধে অংশ নেন, শহীদও হন। কিন্তু সিনহা সে সত্য অস্বীকার করে তার মনগড়া কাল্পনিক তথ্য দিয়ে মণিপুরী সম্প্রদায়ের মনে আঘাত করেছেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে বিচারপতি সিনহার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তারা।
মানববন্ধনে বীরমুক্তিযোদ্ধা মনমোহন সিংহ, মৌলভীবাজার মনিপুরী সমিতির সভাপতি নীলচন্দ্র সিংহ, সিলেটের পঞ্চায়েত প্রধান অনিল সিংহ, সমাজকর্মী সামেন্দ্র সিংহ, একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, ক্ষীর সিংহ, নিনেন্দ্র সিংহ, শান্ত সিংহ, সজল সিংহ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার