সিলেটের জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিন তাপাদার শাকিলকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে হাত ও পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।
জানা যায়, চারদিন আগে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন জকিগঞ্জ পৌর কাউন্সিলর শাকিল। এ ঘটনায় তার বড় ভাই নজরুল ইসলাম জকিগঞ্জ থানায় একটি জিডি দায়ের করেন।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, সরাইল থানা পুলিশ কাউন্সিলর শাকিলকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে। তার সাথে কী ঘটেছিল, তা জিজ্ঞাসাবাদ করে জানা যাবে।
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৮/মাহবুব