একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হক বলেন, সরকার জিয়া পরিবার ও বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায়। সরকার বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের ষড়যন্ত্র করছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, নির্বাহী সদস্য শফি আহমদ চৌধুরী, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার