সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে আটক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেফতার দেখানো হয়েছে। গোয়েন্দা পুলিশ তাকে আটকের পর কোতোয়ালি থানায় প্রেরণ করে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই রিপোর্ট লেখার সময় থানা থেকে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
এর আগে. বুধবার সন্ধ্যায় নগরীর উপশহরস্থ হোটেল রোজভিউয়ের সামনে থেকে তাকে আটক করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা। তিনি জানিয়েছেন, খন্দকার মু্ক্তাদিরের বিরুদ্ধে পুরনো রাজনৈতিক মামলা রয়েছে। তাকে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে তিনি মামলার নাম্বার ও কোন ঘটনায় দায়ের করা মামলা সেগুলো নিশ্চিত করতে পারেননি।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু জানিয়েছেন, নগরীর রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে ফেরার পথে খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটক করেন সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৮/মাহবুব