একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণার সাথে সাথে নগরীর চালিবন্দরস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন ও বীরমুক্তিযোদ্ধা আবদুল খালিক, আওয়ামী লীগ নেতা ফয়জুল আনোয়ার, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সুজাত আলী রফিক, জুবের খান প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন