‘লন্ডন টু সিলেট’ থেকে পরিচালিত সুবিধাবঞ্চিত পথ শিশুদের সহযোগিতার জন্য গঠিত ‘প্রজেক্ট খুশির’ ৩য় কৰ্মসূচি রবিবার সিলেটের ডিঙ্গি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে ৪২ জন পথ শিশুদের মধ্যে ভালো খাবার পরিবেশন করা হয়।
এটির স্পন্সর হলেন ইংল্যান্ড প্রবাসী সিলেটের নয়াসড়ক এর ব্যবসা প্রতিষ্ঠান স্টুডিও লন্ডন এর মালিক রায়হানা রাসেল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট ‘খুশির, কো-অর্ডিনেটর সাজন সাজু, সৈয়দ মিনহাজ, আফজাল হোসেন ও নওশিন চৌধুরী শামা। প্রজেক্ট খুশি চলতি বছরের ১ অক্টোবর থেকে যাত্রা শুরু করে।
প্রথম দিনে ৫৩ জন শিশুকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবারের ব্যবস্থা করা হয়। ২য় পর্যায়ে নেয়া হয় আরও ১০ জনকে। ব্যতিক্ৰম এই কর্মসূচী সিলেটে সাড়া জাগিয়েছে। প্রজেক্টের প্রতিষ্ঠাতা হলেন ইংল্যান্ড প্রবাসী সাংবাদিক আহাদ চৌধুরী বাবু ও রেবেকা সুলতানা৷
বিডি প্রতিদিন/ফারজানা