হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২টি গাড়ি, আড়াই মন গাঁজাসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন, পিকাভ চালক চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগানের রঞ্জু তাঁতীর ছেলে সাজন তাঁতী (২৩), পাইভেটকার চালক নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মৃত রভলু মিয়ার ছেলে বকুল মিয়া (২৯) ও তার সহযোগি একই গ্রামের জমশেদ আলীর ছেলে রোমান মিয়া (২৫)।
পুলিশ সূত্র জানায়, আজ বেলা দেড়টার সময় হবিগঞ্জ গোয়েন্দা (ডিবি) ওসি মানিকুল ইসলাম ও সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জগদীশপুর ভাঙ্গা ব্রিজের কাছে ও জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরের পূর্বর পরিত্যক্ত পেট্রোল পাম্পের সমানে পিকাভ ভ্যান ও পাইভেটকার আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে আড়াই মন গাঁজা জব্দ করার হয়। যার বাজার মূল্য ১০ লাখ টাকা। এ সময় পুলিশ সাজন তাঁতী, বকুল মিয়া ও রোমান মিয়া আটক করে।
পুলিশ সূত্র জানায়, গাঁজাগুলো আটককৃত সিলেটের নিয়ে যাচ্ছিল। প্রাথমিক ভাবে তারা গাঁজাগুলো তাদের বলে দাবি করছে। পুলিশ জানিয়েছে, জব্দকৃত গাঁজাগুলোর প্রকৃত ব্যবসায়ীকে খুঁজে বের করার জন্য আটককৃতদের জিজ্ঞাসবাদ করা হচ্ছে।
হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোঃ মানিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন