সিলেট নগরীর বন্দর বাজার থেকে অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন।
শনিবার বিকাল ৩টায় ড. মোমেন বিক্রেতাদের কাছ থেকে পাখিগুলো উদ্ধার করে অবমুক্ত করেন। এসময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় অতিথি পাখি শিকার ও ক্রয়-বিক্রয় বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পাখি অবমুক্তকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম প্রমুখ।
বিডি প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৮/আরাফাত