‘একাত্তর ছুঁয়ে ছুঁয়ে এক যুগ’ এই স্লোগানকে সামনে রেখে সিলেটে মুক্তিযুদ্ধের বই পড়া উৎসবের এক যুগ পূর্তির আয়োজন শুরু হয়েছে সিলেটে। শনিবার বিকেলে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শুরু হয় এই ‘বই পড়া উৎসব’।
জীবনমান উন্নয়ন সংস্থা ‘ইনোভেটর’র উদ্যোগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া বই পড়া উৎসবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ইনোভেটর’র মুখ্য সঞ্চালক ও সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ, নির্বাহী সঞ্চালক প্রণব কান্তি প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, এ বছর সিলেটের ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮১১ জন শিক্ষার্থী বই পড়া উৎসবে অংশ নিচ্ছে। তাদের হাতে মুক্তিযুদ্ধ নিয়ে লিখা বই তুলে দেয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষার আয়োজন এবং মার্চ মাসে পুরস্কার বিতরণ করা হবে।
প্রসঙ্গত, ২০০৬ সাল ‘ইনোভেটর’ বই পড়া উৎসবের আয়োজন করে আসছে। এবার এই আয়োজনের যুগপূর্তি হচ্ছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দিতেই তাদের এই আয়োজন।
বিডি প্রতিদিন/হিমেল