সিলেট নগরীর মনিপুরি সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন।
আজ শুক্রবার বেলা ১১ টায় নগরীর আম্বরখানায় মনিপুরি সম্প্রদায়ের সাথে দেখা করেন মোমেন। এসময় তিনি শতবর্ষী চন্দ্রকলা দেবীর আশীর্বাদ নেন। তিনি মনিপুরি সম্প্রদায়ের লোকজনের কাছে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
তিনি বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকা প্রতীকে ভোট প্রদান করুন। অন্যথায় দেশে আবারও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মাথাছাড়া দিয়ে উঠবে। সাম্প্রদায়িক শক্তি দেশকে অস্থিতিশীল করে তুলবে। এদের হাত থেকে দেশকে বাঁচাতে নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগের বিকল্প নেই।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আশফাক আহমদ ফয়জুল আনোয়ার আলাউর, শফিউল আলম চৌধুরী নাদেল, যুবলীগ নেতা আলম খান মুক্তি, ইলিয়াস আহমদ জুয়েল, বিলাল খান প্রমুখ।
মনিপুরি সম্প্রদায়ের মধ্যে ছিলেন শতবর্ষী চন্দ্র কলা দেবী, শংকর সিংহ, অমিত সিংহ, পকেওম সিংহ, প্রদীপ সিংহ, রনি কুমার সিংহ, নিতাই, পথিক পাল, প্রদীপ পাল, মাখন পাল, এম এ সালাম, দীলিপ ঋষি প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন