সিলেটে পূর্ব বিরোধের জের ধরে কওসর আহমদ (৩৫) নামে কুয়েত প্রবাসীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত কওসর আহমদ সিলেট সদর উপজেলার বাদাঘাট নলকট গ্রামের মাহমুদ আলীর ছেলে।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সিলেট সদর উপজেলার বাদাঘাট নলকট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে
সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানো হয়েছে। এ ঘটনায় পেয়ারা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত