সিলেট নগরীর মিরাবাজার থেকে আটক ৭ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে র্যাব। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তাদের কাছ থেকে লুন্ঠিত ১৬ হাজার টাকা, ৭টি স্বর্ণালঙ্কার সেট, ৯টি মোবাইলফোন সেট ও একটি পাইপান উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মিরাবাজার সেবক-৯ নম্বর রিয়াজ ভিলা থেকে তাদেরকে আটক করেছিল র্যাব।
কারাগারে পাঠানো ডাকাত সদস্যরা হলেন- বারুতখানার মাহবুব উল মালিক, ইলেকট্রিক সাপ্লাই রোডের কলবাখানির জাহেদ, রায়হোসেনের আবাসিক এলাকার আবদুল্লাহ, শাহীঈদগাহ হাজারীবাগের রোহিঙ্গাটিলার গোলাম রব্বানী, শাহী ঈদগাহের তারেক আহমদ, ফাজিলচিশতের সপু আহমেদ ও আম্বরখানার কয়েস আহমদ সাগর।
বিডি প্রতিদিন/এ মজুমদার