হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামে নারী নির্যাতন রোধ ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে পৈল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশ ও বেসরকারি এনজিও সংস্থা আশা’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
পৈল ইউপি চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী, আশা’র ডিবিশনাল ম্যানেজার সাজেদুল ইসলাম চৌধুরী, ডিস্ট্রিক্ট ম্যানেজার কামাল হোসেন খান প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আদর্শ পরিবার গড়তে নারীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ব্যাপারে নারীদের আরও সচেতন হতে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা