বিশৃঙ্খলা আর হট্টগোলের মধ্য দিয়ে সিলেটে শেষ হয়েছে রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স। অভিযোগ উঠেছে ২০২২-২৩ মেয়াদের জেলা (রোটারি জেলা ৩২৮২) গভর্নর নির্বাচনের ফলাফল ঘোষণায় কারচুপির। ফলাফল ঘোষণায় অনিয়মের অভিযোগ উঠলে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত শনিবার রাত ১০টার দিকে সিলেট নগরীর চন্ডিপুলস্থ একটি কনভেনশন হলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার বিকেলে সিলেট নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্ট সংলগ্ন একটি কনভেনশন হলে রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ২০২২-২৩ মেয়াদের গভর্নর পদে নির্বাচন করেন জাহাঙ্গীর চৌধুরী ও রুহেলা খানম চৌধুরী নামের দুই প্রার্থী। রাত ১০টার দিকে ভোট গণনার সময় নির্বাচন কমিশন জানায় দুই প্রার্থীই ১২৪টি করে ভোট পেয়েছেন। এছাড়া জাহাঙ্গীর চৌধুরীর ৫টি ভোট বাতিল হয়েছে বলেও জানায় নির্বাচন কমিশন।
জাহাঙ্গীর চৌধুরীর অভিযোগ, তিনি ৫ ভোটের ব্যবধানে বিজয়ী ছিলেন। পরবর্তীতে কারচুপি করে তার ৫টি ভোট বাতিল দাবি করে উভয় প্রার্থীর ভোট সমান বলে ঘোষণা দেওয়া হয়। এসময় তিনি বাতিল ব্যালট প্রদর্শনের দাবি করলেও বর্তমান গভর্নর আতাউর রহমান পীর তা দেখাতে অসম্মতি জানান। পরে নিয়ম-নীতি উপেক্ষা করে আতাউর রহমান পীর রুহেলা আক্তার চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচনী ফলাফল প্রত্যাখান করে জাহাঙ্গীর চৌধুরী জানিয়েছেন, কারচুপির ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তিনি আইনের আশ্রয় নেবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার