জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনায় সিলেটের দুটি স্থানে কাউন্টডাউন মঞ্চ বসানো হয়েছে। সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বর ও টিলাগড় পয়েন্টে এ মঞ্চ দুটি বসানো হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জানান, সিলেটে দুটি কাউন্টডাউন মঞ্চ বসানো ছাড়াও নগরীর সিটি পয়েন্টে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ক্ষণগণনা প্রদর্শন করা হবে।
তিনি জানান, শুক্রবার বিকাল ৫টায় ঢাকায় কেন্দ্রীয় ভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সেই উদ্বোধনী অনুষ্ঠান সিলেটে টিলাগড় পয়েন্টে বড় পর্দায় প্রদর্শন করা হবে। এর আগে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন