গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য সিলেট-তামাবিল মহাসড়কের (হাইওয়ে) পাশের মাটি কাটার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে। রাতের আধারে তিনি এক্সেভেটর লাগিয়ে হাইওয়ের পাশ থেকে মাটি কেটে নেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে তিনি বন্ধ করেন মাটি কাটা।
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ডেমা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাইওয়ে সংলগ্ন ডেমা গ্রামের একটি সড়ক সংস্কারের জন্য দরবস্ত ইউপির সদস্য ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন গত বুধবার রাতে এক্সেভেটর লাগিয়ে সিলেট-তামাবিল হাইওয়ের পাশ থেকে মাটি কেটে পার্শ্ববর্তী ডেমার গ্রামের রাস্তা সংস্কার শুরু করেন। সকালে এ দৃশ্য দেখে এলাকার লোকজন উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেন। এভাবে মাটি কাটা হলে হাইওয়েতে ধস দেখা দেওয়ার আশঙ্কা করেন তারা।
এ ব্যাপারে সড়ক ও জপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সুমন আহমদ জানান, এলাকার লোকজনের কাছ থেকে অভিযোগ পেয়ে হাইওয়ের পাশ থেকে মাটি কাটা বন্ধ করা হয়েছে।
অভিযুক্ত ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন মাটি কাটার বিষয়টি স্বীকার করে বলেন, হাইওয়ের পাশে পুরোনো গর্ত ছিল। সেখান থেকে আমি কিছু মাটি কেটে গ্রামীণ রাস্তা সংস্কারে ব্যবহার করেছি।
এ ব্যাপারে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাওয়ের পাশ থেকে ইউপি সদস্য জালাল উদ্দিন কিছু মাটি কেটেছিলেন। এতে হাইওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। তারপরও তাকে ওই জায়গা থেকে মাটি উত্তোলন করতে নিষেধ করা হয়েছে। এখন মাটি কাটা বন্ধ রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন