সিলেট বিভাগীয় ‘বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনভর বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এই প্রতিযোগিতা হয়।
এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, তত্ত্বাবধানে ছিল এমইউ সিএসই সোসাইটি।
আয়োজকরা জানান, সিলেট বিভাগীয় এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসএসসি ও এইচএসসি সমমানের দুটি গ্রুপে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় উভয় গ্রুপ থেকে শীর্ষ ১০ জন করে ২০ জনকে জাতীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়।
এসব প্রতিযোগী ঢাকায় জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে। এদিকে, বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে অতিথিদের প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাব দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলম, জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক গকুল চন্দ্র বিশ্বাস, গণিত বিভাগের প্রভাষক অধ্যাপক অমিত চক্রবর্তী এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএইস বিভাগের অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ।
পুরো অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন এমইউর সহকারী অধ্যাপক ফুয়াদ আহমেদ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন