মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকালে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যাক্ষ মো. আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, সাংঘঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহম্মেদ, সিনিয়র এএসপি সার্কেল আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) মো. মাহমুদুর রহমান মামুন, ওসি আব্দুছ ছালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ। এছাড়া শোভাযাত্রায় আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংঘঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকতাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীর ও সাংকৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি সাড়া শহর প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে আরও আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন প্রদর্শন, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংকৃতিক অনুষ্ঠান ও আতশবাজি প্রদর্শন।
বিডি প্রতিদিন/ফারজানা