সিলেটের বিশ্বনাথ উপজেলার সেনারগাঁওয়ে দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী। গত ৪ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়া হয় দুই হাজার ২২৩ জনকে। সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের নির্দেশনায় জালালাবাদ সেনানিবাসের মাধ্যমে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়।
জানা গেছে, সেনাবাহিনীর ৫১ ফিল্ড অ্যাম্বুলেন্স অধিনায়ক লে. কর্ণেল মো. মহসিনের তত্ত্বাবধানে বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসকগণ সাধারণ মানুষকে বিভিন্ন রোগের বিষয়ে পরামর্শ প্রদান করেন। এছাড়া ৯ জন রোগীর সার্জিক্যাল অপারেশনও করা হয়। সর্বশেষ রবিবার ৯০ জন রোগীকে দন্ত চিকিৎসা দেয় সেনাবাহিনী। এই চিকিৎসা ক্যাম্প পরিচালনার সময় স্থানীয় দরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্রও বিতরণ করের সেনা সদস্যরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম