সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী কাজীবাড়ি এলাকায় একটি লেগুনার ধাক্কায় সেটির নিচে চাপা পড়ে শোভন নন্দী (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি এমসি কলেজের শিক্ষার্থী ছিলেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শোভন দিঘলী গ্রামের সুভাষ নন্দীর ছেলে।
জানা গেছে, সহপাঠি আকাশ ঘোষকে সাথে নিয়ে মোটরসাইকেলে কলেজে যাচ্ছিলেন শোভন নন্দী। দিঘলী কাজীবাড়ি এলাকায় আসার পর একটি লেগুনা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দু'জন লেগুনার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক শোভনকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ওসি মো. শামীম মুসা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আকাশকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার