সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাফিয়া খাতুন (৪৫) দক্ষিণ সুরমার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেনের স্ত্রী।
জানা যায়, তেলিবাজারে সিলেটগামী একটি বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা যাত্রী শাফিয়া খাতুন। এছাড়াও গুরুতর আহতাবস্থায় শাফিয়া খাতুনের দেবর নূর হোসেন খান ও অটোরিকশা চালক শাহীন আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন