সিলেটের মসলার বাজারে প্রভাব পড়েছে করোনাভাইরাসের। হঠাৎ করে বেড়ে গেছে আদা ও রসুনের দাম। করোনাভাইরাসের প্রভাবে চীন থেকে আদা ও রসুনের আমদানি ‘কমে যাওয়ায়’ দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। আগে থেকেই আকাশছোঁয়া দাম পিয়াজের। এবার আদা ও রসুনের দামও বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।
সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কালিঘাট। শনিবার কালিঘাটে গিয়ে দেখা যায়, আমদানিকৃত রসুনের দাম কেজিপ্রতি ২০ টাকা এবং আদার দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে। দেশী পুরনো রসুন প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা এবং নতুন রসুন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চীনা রসুন ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবারও এ রসুন ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে আদার দামও প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে মানভেদে ১৩০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা দাবি করছেন, চীনে করোনাভাইরাসের প্রভাবে সে দেশ থেকে রসুন ও আদা বাংলাদেশে আমদানি কমেছে। নতুন দেশীয় রসুন ও আদার সরবরাহও কম। ফলে দাম বেড়ে গেছে।
কালিঘাটের পাইকারি ব্যবসায়ী নাসিম আহমদ বলেন, চীন থেকে পণ্য আমদানি করতে নতুন করে ঋণপত্র খোলা হচ্ছে না। আগের আমদানি প্রক্রিয়ায় থাকা পণ্য আসছে। সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে পণ্যের দাম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন