হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফকে ইঙ্গিত করে সকল মুসলমানদেরও দাড়ি রাখার আহবান জানান। তিনি বলেন, দাড়ি রাখা আমাদের মুসলমানদের জন্য সুন্নত। আমাদের নবীর (স.) দাড়ি ছিল। তাই এটা আমাদের জন্য সুন্নত।
শনিবার রাতে সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের জামেয়া আরাবিয়া ইসলামিয়া ধনকান্দি মাদ্রাসায় বাংলাদেশের শীর্ষ এ আলেম যখন বয়ান করছিলেন তখন মেয়র আরিফ মন দিয়ে আল্লামা শফীর বয়ান শুনছিলেন। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও শুভেচ্ছা বক্তব্য রাখেন।
মাফফিলে আল্লামা শফী কাদিয়ানী ইস্যু নিয়ে বয়ানও করেন। ওয়াজের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা শায়খ মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি, জামেয়া আরাবিয়া ইসলামিয়া ধনকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ খান ও শিক্ষাসচিব মাওলানা নেজাম উদ্দিন।
মাদ্রাসার শিক্ষক মাওলানা তোফায়েল আহমদের পরিচালনায় বার্ষিক ওয়াজ মাহফিলে রিপোর্ট পড়ে শুনান মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ খান।
অন্যান্যর মধ্যে বয়ান পেশ করেন দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাবিবুর রহমান আজমী, আল্লামা সৈয়দ আফফান মনসুরপুরী ভারত, শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান, মাওলানা আব্দুল খালিক বাহুবলী, মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী, মাওলানা তজমূল আমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার