সৌদি আরবে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এক যুবক। ময়নুল ইসলাম (৩৫) নামের ওই যুবক গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরি গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। গত শুক্রবার সৌদি আরবের রিয়াত শহরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাড়সহ তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ময়নুলের বড় ভাই সৌদি প্রবাসী নজরুল ইসলাম।
ময়নুল ইসলামের চাচাতো ভাই আবদুল ওয়াদুদ জানান, ময়নুল ইসলাম চারবছর পূর্বে সৌদিআরব যান। এবছর তার দেশে ফেরার কথা ছিল।
এব্যাপারে ময়নুল ইসলামের চাচাতো ভাই আব্দুল ওয়াদুদ জানান, গত বৃহস্পতিবার গাড়ি নিয়ে কর্মস্থলে যান ময়নুল। এরপর আর তিনি বাসায় ফিরেননি। শুক্রবার জুম্মার নামাজের পর রিয়াত এলাকার একটি সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় গাড়িসহ তাকে পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রসঙ্গত, চারবছর আগে সৌদিআরবে যান ময়নুল। এবছর তার দেশে ফেরার কথা ছিল। তার দুবছরের একটি পুত্র সন্তান রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার