সিলেটের গোলাপগঞ্জে উদ্ধার হওয়া মস্তকবিহীন লাশের পরিচয় পাওয়া গেছে। পরণের কাপড় দেখে লাশটি শাওন আহমদ নামের এক কিশোরের বলে তার পরিবারের লোকজন সনাক্ত করেন। শাওন গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউড়ি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। পেশায় সে রিকশা চালক। গত মঙ্গলবার রাত ১০টায় শাওনের ভাই সাগর আহমদ থানায় এসে কাপড় দেখে লাশটি সনাক্ত করেন।
ময়না তদন্ত শেষে বুধবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমান।
গত ২১ ফেব্রুয়ারি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় শাওন। এরপর থেকে সে নিখোঁজ ছিল। গত মঙ্গলবার সকালে গোলাপগঞ্জের হাজীপুর ঘনশ্যাম গ্রামের এক ডোবা থেকে মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরণের কাপড় দেখে লাশটি সনাক্ত করেন শাওনের পরিবারের লোকজন।
বিডি প্রতিদিন/এ মজুমদার