সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপার এলাকার আনফরের ভাঙায় বজ্রপাতে দু'জনের মৃত্যু হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও দুই ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর (নোয়াপাড়া) গ্রামের মৃত ইসরায়েল আলীর ছেলে ময়না মিয়া (২৬) ও কুনকিরি গ্রামের আব্দুল কাদিরের ছেলে নুর মিয়া (৫২)। আহতদের মধ্যে বীরমঙ্গল হাওর (নোয়াপাড়া) গ্রামের আব্দুল গফুরের ছেলে জালাল উদ্দীন (৪৫) ও একই গ্রামের আবুল কালামের ছেলে আমির উদ্দিন।
জানা যায়, শুক্রবার ভোরে আনফরের ভাঙায় এ বজ্রপাত হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, ভোরে হাদারপার আনফরের ভাঙায় বজ্রপাতে দুইব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। খবর পেয়ে এসআই জুনেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবার লাশগুলো মর্গে না নেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।
বিডি প্রতিদিন/আরাফাত