সিলেটে এক ফসলা বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে জনজীবনে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে শুরু হয় বৃষ্টি। প্রায় ৪০ মিনিট ব্যাপী এ বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সিলেটের মানুষ।
বিকাল থেকে সিলেটের আকাশ মেঘলাচ্ছন্ন দেখা যায়। প্রথমে আকাশে মেঘের গর্জন শুনা যায়। এরপর শুরু হয় মুষল ধারে বৃষ্টি। এই বৃষ্টিতে সিলেট শহরের রাস্তাঘাট একেবারে পরিষ্কার হয়ে যায়। নগরীতে চলমান উন্নয়ন কাজ থাকায় সারা রাস্তাঘাটে ছিল শুধু ধূলাবালি।
আজ ফাল্গুন মাসের ২২ তারিখ। ফাল্গুনের শেষ দিকে এই বৃষ্টি হওয়ায় বোরো ধান, আম গাছের মুকুল, লিচু গাছের মুকুলসহ নানা ফসলাদীর জন্য বড় উপকার হবে বলে বিজ্ঞজনের অভিমত। শীত শেষ হওয়ার পর সিলেটে কিছুটা গরম পড়েছিল। এই গরমের মাঝে একটু বৃষ্টি যেন মানুষের মাঝে শীতলভাব নিয়ে এসেছে। আর সে সঙ্গে জানান দিয়েছে কালবৈশাখী আগমনীবার্তা।
বিডি প্রতিদিন/আরাফাত