সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। জাতীয় এই দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসন, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কর্মসূচি পালন করে।
শনিবার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ‘ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সম্মেলনের কক্ষে এ সভায় জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
মুজিববর্ষের প্রথম দফায় সিলেট আওয়ামী লীগের টানা ২০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এবং ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শনিবার দুপুরে সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন করা হয়। নগরীর রিকাবিবাজারস্থ জেলা স্টেডিয়ামের বাইরে এ প্রতিকৃতি উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এসময় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
পরে একই স্থানে ৭ মার্চের আদলে মঞ্চ তৈরি করে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও ‘নবপ্রজন্মের নবচেতনায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭ মার্চ উদযাপন করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক