সিলেটে উদ্বোধন হয়েছে মাসব্যাপী ৬ষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্যমেলা। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নগরীর পূর্ব শাহীঈদগাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ মেলার আয়োজন করেছে। মেলায় দেশি-বিদেশি ১৫৫টি স্টল ও ৩৫টি প্যাভেলিয়ন অংশ নিয়েছে। গত শনিবার রাতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
মেলায় প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাণিজ্যমেলা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। ক্রেতারা বিদেশি পণ্যের সাথে দেশিয় পণ্যের মান যাচাইয়ের সুযোগ পান। এখন মানুষ মেলাকে কেবলমাত্র বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখে না। মেলা এখন আমাদের দেশে বিনোদনেরও একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রী সিলেটের ব্যবসায়ী ও শিল্পপতিদের ‘বঙ্গবন্ধু হাইটেক পার্কে’ বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, হাইটেক পার্কে বিনিয়োগে আগ্রহীদের সরকার সব ধরণের সহযোগিতা করবে। হাইটেক পার্ক বাস্তবায়িত হওয়ার পর সিলেটে শিল্প বিপ্লব হবে। এই সুযোগ সিলেটের ব্যবসায়ীদের নেওয়া উচিত।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আফজাল রশিদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেম্বারের প্রথম সহ সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেট জজ কোর্টের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি তাপস পুরকায়স্থ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার