সিলেটে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি'র গাড়ি আটকে কোয়ারি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন পাথর শ্রমিকরা। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ 'বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক' থেকে ফেরার পথে শ্রমিকরা গাড়ি আটকে এ দাবি জানান।
'প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রে বাংলাদেশ হাইটেক পার্কের ভূমিকা'-শীর্ষক সেমিনারে যোগ দিয়ে হাইটেক পার্ক থেকে ফেরার পথে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী। এসময় মন্ত্রী গাড়ি থেকে নেমে শ্রমিকদের সাথে কথা বলেন। এ ব্যাপারে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে শ্রমিকদের আশ্বস্থ করেন মন্ত্রী।
প্রসঙ্গত, সিলেটের ৭টি পাথর কোয়ারিতে দীর্ঘদিন ধরে পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিলেন প্রভাবশালীরা। পরিবেশ রক্ষায় প্রশাসন কোয়ারিগুলোতে পাথর উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারি করে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ