সিলেটের বিশ্বনাথ উপজেলার মাদ্রাসা ছাত্র রবিউল ইসলাম হত্যা মামলার দুই আসামির সন্ধানে আর্থিক সম্মানী দেওয়ার ঘোষণা দিয়েছে সিলেট জেলা পুলিশ।
আসামিরা হলেন-উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়াগ্রামের মৃত আবদুল জহিরের ছেলে সাদিকুর রহমান (৩৫) ও একই গ্রামের আশক আলীর ছেলে আবদুল কাদির (৭৪)।
তাদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্য দাতাকে উপযুক্ত আর্থিক সম্মানী প্রদান (তথ্যদাতার
পরিচয় গোপন রাখা হবে) করা হবে বলে ফেসবুকে এ ঘোষণা দেওয়া হয়।
শনিবার সন্ধ্যায় আসামিদের ছবিসহ সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন তার ফেসবুক আইডিতে এমন ঘোষণা দেন। তথ্যের প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয় এই নম্বরে ০১৩২০-১১৭৭০০।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলায় রামপাশা ইউনিয়নের রহমাননগর (নওধার) গ্রামের পশ্চিমে বৈরাগী বাজার-সিঙ্গেরকাছ বাজার সড়কের পাশের একটি জমি থেকে রবিউল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রবিউল ওই গ্রামের কৃষক আকবর আলীর ছেলে ও স্থানীয় লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন। এর আগেরদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে।
এ ঘটনায় ওইদিন বিকেলে পার্শ্ববর্তী করপাড়া গ্রামের সাদিকুর রহমান, আবদুল কাদির ও কাদিরের স্ত্রী মাজেদা বেগমকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন রবিউলের বাবা আকবর আলী।
মামলা দায়েরের পরপরই মাজেদা বেগমকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ঘটনার মূলহোতা সাদিক ও কাদির।
বিডি প্রতিদিন/এমআই