সিলেট সদর উপজেলার চেঙ্গেরখাল নদীর বড়খাল নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৮ ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে এক অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
জানা গেছে, চেঙ্গেরখাল নদীর বিভিন্ন স্থানে অবৈধ ও অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করছিল একটি চক্র। এতে নদী ভাঙনের হুমকি দেখা দেয়। স্থানীয় সাধারণ মানুষ এর প্রতিবাদ করে আসছিলেন। খবর পেয়ে সোমবার সকালে বড়খাল এলাকায় অভিযান চালায় প্রশাসন। সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শবনম ফারিহার নেতৃত্বে চলে অভিযান। নগরীর জালালাবাদ থানা পুলিশের একটি দল তাকে সহায়তা করে। অভিযানে ড্রেজার দিয়ে বাল্কহেড ট্রলারে বালু উত্তোলনের সময় ৮ জনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম ফারিহা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন