সিলেটে মধ্যরাতে অভিযান চালিয়ে অগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ দুই ‘শীর্ষ সন্ত্রাসীকে’ আটক করেছে র্যাব।
রবিবার দিবাগত রাতে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় চালিয়ে তদের আটক করা হয়।
র্যাব জানায়, রাত সোয়া ১টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি দল সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকা থেকে অভিযান চালিয়ে মো. তানভির আহম্মেদ (৩৪) ও সাগর সরকার (২৫) নামে দুই ‘শীর্ষ সন্ত্রাসীকে’ আটক করে।
তানভির আহম্মেদ নগরীর করের পাড়া মোহনা ব্লক-বি ৩৭ এর বাসিন্দা মো. আব্দুর রহিমের ছেলে ও সাগর সরকার সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাজারকান্দি গ্রামের সুকেশ সরকারের ছেলে। সে করের পাড়া মোহনা ব্লক-বি ৩৭-এ ভাড়াটে হিসেবে থাকতো।
এদিকে, তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ২শ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। পরে মামলা দায়েরপূর্বক তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন