সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, দেশ ও জনগণের কল্যাণে সরকারের নেওয়া সকল উন্নয়ন প্রকল্প শতভাগ বাস্তবায়ন হচ্ছে কি না? সে ব্যাপারে সবার দৃষ্টি রাখা উচিত। সেই সাথে সকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের সংপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা এবং হামজাপুর-মিরপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোকাব্বির খান বলেন, জনগণ তাদের পবিত্র আমানত দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব।
সংপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ নুমানের সভাপতিত্বে ও শিক্ষক আলী নূর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, লামাকাজী ইউনিয়ন পরিষদ সদস্য এনামুল হক এনাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাস্টার রইছ উদ্দিন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, শিক্ষার্থী আলমগীর হোসেন ও হামজাপুর গ্রামের মামুন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন পরিষদ সদস্য চমক আলী, ফয়ছল আহমদ, সংগঠক আবদুস শহিদ, এলাকার মুরব্বী আতাউর রহমান, হাজী তৈমুছ আলী, সমুজ আলী, আবুল লেইছ, আবদুল মোমিন, মাওলানা হরমুজ আলী, আলী হোসেন, মাহমুদ হোসেন, এরশাদ আলী, কছির আলী, হাবিব উল্লাহ, রজাক আলী, আবদুর রুপ, আবদুস ছত্তার, লাল মিয়া, শামছুল হক, ইলিয়াস আলী, আবদুর রশিদ, সাজ্জাদ আলী, করম আলী, আবদুল মালিক, আহমদ আলী, শফিক আহমদ ও রুবেল আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই